
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদ্যাপিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোর ৬টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।
দিবসটি উপলক্ষ্যে সকাল ১০টায় বিজয় শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও সকল বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি প্লাজা চত্বর থেকে শুরু হয়ে শহীদ সাকিব আনজুম চত্বর প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় অংশ সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয়। এ পর্বে ছিলো আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. ফয়জার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব সঞ্চালনা করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা আবু জাফর মো. সাদী।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ও কলা অনুষদের ডীন প্রফেসর শহীদুর রহমান । তিনি তাঁর বক্তব্যে বলেন, মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতার প্রকৃত মূল্য অনুধাবন করতে শেখায় এবং দেশপ্রেম, ত্যাগ ও দায়িত্ববোধে উজ্জীবিত করে। তিনি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
সভায় আরও বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রওনক আরা পারভিন। আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধ, বিজয়ের ঐতিহাসিক তাৎপর্য এবং মুক্তিযুদ্ধের চেতনায় একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনা ধারণ করে শিক্ষার্থীদের দেশপ্রেমিক, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। এছাড়া দুজন শিক্ষার্থীও বক্তব্য রাখেন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৌশল স্কুলের ডীন প্রফেসর ড. শামীম আহমদ, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন প্রফেসর ড. মো. বায়তুল মোকাদ্দেছুর রহমান, ব্যবসায় ও আইন স্কুলের ডীন ড. কানিজ হাবিবা আফরিন, আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মো. হাবিবুল্লাহ্, রেজিস্ট্রার লে. কর্নেল খালেদ বিন ইউসুফ (অব.) সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, আবৃত্তি ও দলীয় সংগীত পরিবেশন করা হয়।
বিবার্তা/মোস্তাফিজুর/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]