
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ৫৫তম মহান বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে।
বসটি উপলক্ষ্যে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রামেবির অস্থায়ী কার্যালয়ে সকাল সাড়ে ৯টা জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য প্রফেসর ডা. মোহা. জাওয়াদুল হক। সকাল ১০টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) প্রাঙ্গণের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর বিজয়ের তাৎপর্য ও মুক্তিযোদ্ধাদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রামেবির রেজিস্ট্রার প্রফেসর ডা. মো. হাসিবুল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপাচার্য প্রফেসর ডা. মোহা. জাওয়াদুল হক।
বিবার্তা/মোস্তাফিজুর/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]