সাভারে টায়ার পুড়িয়ে তৈরি হচ্ছে ফার্নেস, হুমকির মুখে জীববৈচিত্র্য
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ১১:১৮
সাভারে টায়ার পুড়িয়ে তৈরি হচ্ছে ফার্নেস, হুমকির মুখে জীববৈচিত্র্য
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজধানীর উপকণ্ঠ সাভারের ভাকুর্তা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গাড়ির পরিত্যক্ত টায়ার পুড়িয়ে অবৈধ ভাবে ফার্নেস তৈরি চলছে। যার ফলে বিষাক্ত কালো ধোঁয়ায় এলাকার সবজি ক্ষেত নষ্ট হওয়ার পাশাপাশি গাছ গাছালি মরে যাচ্ছে। জীব বৈচিত্র্য হুমকির মুখে পড়েছে।


বাতাসে পরিবেশের দুর্গন্ধ এতটাই ছড়িয়ে পড়ছে সবজির উপরে গিয়ে কারখানাগুলোর কালি পড়ে সবজি নষ্ট হয়ে যাচ্ছে। যার ফলে কৃষি প্রধান এই ইউনিয়নের কৃষকরা দিন দিন
দিশেহারা হয়ে পড়ছে এ এলাকার চাষিরা। একইসঙ্গে সবজি আবাদ থেকে বিরত থাকার চেষ্টা করছে।


স্থানীয়রা জানায়, ভাকুর্তা ইউনিয়নের বিভিন্ন গ্রামে ছোট বড় মিলিয়ে বেশ কয়েকটি গাড়ির পরিত্যক্ত টায়ার পুড়িয়ে অবৈধভাবে ফার্নেস অয়েল তৈরির কারখানা গড়ে উঠেছে। সারাদিন দেশের বিভিন্ন স্থান থেকে ট্রাকযোগে গাড়ির পরিত্যক্ত টায়ার কারখানাগুলোতে আসলে শ্রমিকরা সেই টায়ার গুলো বড় বড় বয়লার মেশিনে ঢুকিয়ে রাতে আগুন দিয়ে পুড়িয়ে তেল বের
করেন। সেই তেল গাড়িতে করে নিয়ে বিভিন্ন স্থানে বিক্রি করা হয়।
কারখানাগুলো এতটাই পরিবেশ দূষণ করছে যা বলার বাহিরে। কৃষি প্রধান এই ইউনিয়নে দিন দিন কৃষি জমির সংখ্যা কমে যাচ্ছে পরিবেশ দূষণের কারণে।


এছাড়া কারখানাগুলোর শ্রমিকরাও নোংরা ভাবে থাকায় নানান রোগে আক্রান্ত হচ্ছে। এলাকাবাসী অবিলম্বে এসব কারখানা বন্ধের জন্য উপজেলা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। এসব কারখানার মালিকরা এতটাই ক্ষমতাবান যে তারা প্রশাসনের কোন হুমকি ধামকিতে ভয় পায় না।


এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সরকার বলেন খুব শীঘ্রই এসব অবৈধ কারখানায় অভিযান চালিয়ে বন্ধ করে দেওয়া হবে।


সাভার/বাশার/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com