
কুষ্টিয়ার মিরপুরে মিটন বুরাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচন নিয়ে বিএনপি-জামাত সংঘর্ষে আহত চিকিৎসাধীন জামায়াত কর্মী খোকন মোল্লা (৩৩) নিহত হয়েছেন।
১৩ জানুয়ারি, সোমবার সন্ধ্যায় ঢাকা ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম জামায়াত কর্মীর মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।
এরআগে রবিবার বিকেলে মিরপুর উপজেলার মিটন বুরাপাড়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচন নিয়ে আমলা ইউনিয়ন জামাতের আমির মকলেসুর রহমান মুকুল এবং স্থানীয় বিএনপি নেতা রাশেদ মাহমুদ নাসিরের মধ্যে বিরোধের জের ধরে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় স্থানীয় জামাতকর্মী খোকন মোল্লাকে ঢাকায় প্রেরণ করা হয়।
বিবার্তা/শরীফুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]