
জামালপুরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের পক্ষে জনসমর্থন সৃষ্টিতে লিফলেট বিতরণ এবং জনসংযোগ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।
রবিবার (১২ জানুয়ারি) দুপুরে শহরের ফৌজদারি মোড় থেকে জজ কোর্ট এলাকা পর্যন্ত এই জনসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেন তারা।
গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমানের নেতৃত্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস, মুখ্য সংগঠক আব্দুর রহিম রবিন, মুখপাত্র মাহমুদুল হাসান বিবেক, জাতীয় নাগরিক কমিটি জেলা শাখার হিফজুর রহমান বকুল, আরাফাত হোসেন শাকিল, নুরনবীসহ অন্যান্যরা অংশ নেন।
লিফলেট বিতরণ শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য লুৎফর রহমান বলেন, জুলাই প্রক্লেমেশনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি করি। সেটি থেকে আমরা ঘোষণা দেই যে, ২ হাজারেরও অধিক শহীদের বিনিময়ে গত ৫ আগস্টের পরে যে সরকার গঠিত হলো, দেশের নতুন একটি বাস্তবতা তৈরি হলো। এই শহীদদের একটি স্বীকৃতি দরকার। এই অভূতপূর্ব যে গণঅভ্যুত্থান বা বিকল্প এই বিপ্লবের একটি স্বীকৃতি দরকার। সেই স্বীকৃতির লক্ষ্যে আমরা জুলাই ঘোষণাপত্রের দাবি জানাই। সরকার আন্তরিকতার সাথে সেটিকে গ্রহণ করেছে। আমরা চাই যে অভ্যুত্থানটি হয়েছে সরকার সে অভ্যুত্থানের একটি আনুষ্ঠানিক স্বীকৃতি দিবে। লিফলেট বিতরণে তারা জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দ্রুত সময়ের মধ্যে আহতদের বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা প্রদানের প্রতিশ্রুতি স্পষ্ট করাসহ ৭ দফা দাবি তুলে ধরেন।
বিবার্তা/ওসমান/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]