ইসলামপুরে নেকজাহান সুপার লীগ মেগা ফাইনাল খেলা সম্পন্ন
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫, ১৬:৫৩
ইসলামপুরে নেকজাহান সুপার লীগ মেগা ফাইনাল খেলা সম্পন্ন
জামালপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসব মুখর পরিবেশ ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে জামালপুরের ইসলামপুর নেকজাহান সুপার লীগ মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (১০ জানুয়ারি) রাতে সরকারি ইসলামপুর নেকজাহান মডেল হাই স্কুল মাঠে উপজেলা প্রশাসন ও স্পোর্টস নেক্সাস বিডি আয়োজনে ও ছোঁয়া ইলেকট্রনিক্স, আল হাফিজ ট্রেডার্স, আরিফ এন্টারপ্রাইজের সহযোগিতায় নাইট টি-টেন ক্রিকেট নেকজাহান সুপার লীগ মেগা ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।


ফাইনাল খেলায় ইসলামপুর ক্রিকেট একাদশ ৮ উইকেটে ১৩১ রানের জবাবে ফ্যালকন ফ্লায়ারস একাদশ ১০ ওভারে ১২৮ রান করে। ইসলামপুর ক্রিকেট একাদশ ৩ রানে চ্যাম্পিয়ন ট্রফি জয়লাভ করেন। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন খেলোয়ার মোঃ আব্দুল্লাহ। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে।


খেলা শেষে সরকারি ইসলামপুর নেকজাহান মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত এস.এম রিয়াজুল করিম বাবুর সভাপতিত্বে ফলাফল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান।


প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সাবেক বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালক ও সাধারণ সম্পাদক, ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্হার আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান।


উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সোহেল রানা খোকনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি রেজোয়ান ইফতেকার, ইসলামপুর থানা অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপির সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন সরকার, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, জামায়াতে ইসলামী জেলা সুরা সদস্য মোঃ আমজাদ হোসেন, জেলা দুর্নীতি দমন কমিটির সাধারণ সম্পাদক ও উন্নয়ন সংঘের মানব সম্পদ বিভাগের পরিচালক, সাংবাদিক জাহাঙ্গীর সেলিম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, আবির আহমেদ বিপুল মাস্টার, সহ সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমানসহ আরও অনেকে।


বিবার্তা/ওসমান/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com