ফেনীতে দুস্থদের মাঝে ১১ হাজার কেজি চাল বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন মাস্তুল ফাউন্ডেশন।
শনিবার (১১ জানুয়ারি) সকাল ১০ টার দিকে ফেনী পাইলট হাইস্কুল মাঠে চাউল বিতরণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মনজুরুল আহসান।
মাস্তুল ফাউন্ডেশনের চেয়ারম্যান রিয়াজ রহমানের সভাপতিত্বে ও প্রোগ্রাম কো -অর্ডিনেটর কামরুল ইসলামের সঞ্চালনায় অতিথি ছিলেন, ফেনী সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা নাসরিন কান্তা ও প্রাণ গ্রুপের ব্রান্ড প্রমোটার রিজভী জাহান।
রিয়াজ রহমান বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন মাস্তুলের উদ্যোগে প্রাণ গ্রুপের অর্থায়নে সারাদেশে দুস্থদের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হচ্ছে। এসময় ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত এক হাজার ১০০ নারী-পুরুষের মাঝে চাল বিতরণ করা হয়। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বিবার্তা/মনির/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]