
সাভারে মলম পার্টির পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ জানুয়ারি) রাতভর আশুলিয়ার
বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবির ওসি জালাল উদ্দিন।
গ্রেফতারকৃতরা হলেন, দুর্ধর্ষ মলম পার্টির সদস্য আব্দুর রাজ্জাক, মাসুম, কাউছার মিয়া, দেলোয়ার হোসেন ও শাহাদাত।
ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন বাসে যাত্রী বেশে অন্য যাত্রীদের মলম দিয়ে অজ্ঞান করে সর্বত্র লুটে নিয়ে যেত। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে বিশেষ অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে মলম বানানোর বিভিন্ন সরঞ্জাম ও দুইটি বই উদ্ধার করা হয়।
উক্ত আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
বিবার্তা/বাশার/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]