
সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মানিকগঞ্জের সিংগাইর প্রেসক্লাবের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক নয়া দিগন্তের সোহরাব হোসেন।
শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১১ টায় প্রেসক্লাব কার্যালয়ে আহ্বায়ক কমিটির ডাকা জরুরি সভায় তাকে সভাপতি নির্বাচিত করা হয়।
গত ২৪ ডিসেম্বর দুই বছর মেয়াদি নির্বাচনে সোহরাব হোসেনের সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিজানুর রহমানের সমান ভোট পান। পরে
প্রেসক্লাবের জরুরি সভায় মিজান সম্মান জানিয়ে সোহরাব হোসেনকে সমর্থন জানান। এতে তিনি আগামী দুই বছরের জন্য প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হন।
এ ছাড়া সাধারণ সম্পাদক পদে দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার রাফিবুল হাসান বিশ্বাস ও সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক দেশ রূপান্তর প্রতিনিধি সাইফুল ইসলাম তানভীর নির্বাচিত হয়েছেন।
অপরদিকে, বিনা প্রতিদ্বন্দ্বিতা সহ—সভাপতি পদে আতাউর রহমান (মানবজমিন), কোষাধ্যক্ষ পদে মোস্তাক
আহমেদ (মানবকন্ঠ), ক্রীড়া ও সাংস্কৃতিক আব্দুল্লাহ আল মামুন (আজকালের খবর), প্রচার ও প্রকাশনা ইয়াকুব হোসেন মোল্লা (সংবাদ সারাবেলা), দপ্তর সম্পাদক হাবিবুর রহমান (ভোরের পাতা), ধর্ম, শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক তারিক বিল্লাহ খান (দৈনিক সংগ্রাম) ও কার্যকরী সদস্য পদে ভোরের ডাক পত্রিকার জয়নাল আবেদীন নির্বাচিত হন ।
বিবার্তা/হাবিব/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]