
"নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে গৌরীপুরে জাতীয় সমাজ সেবা দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলা চত্বর থেকে একটি বনার্ঢ্য র্যালি বের হয়ে পৌর শহর প্রদক্ষিণ করে। পরে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ র্যালি বের হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাফুজ ইবনে আইয়ুবের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসান।
এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইকবাল আহাম্মেদ নাসের, প্রেসক্লাব সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরা, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, জামায়াতের আমির বদরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, সমন্বয়ক নাঈম, মেহদি প্রমুখ।
আলোচনা শেষে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
বিবার্তা/হুমায়ুন/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]