লামায় ৩০০ শিশু শিক্ষার্থী পেল বার্ষিক উপহার
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৮
লামায় ৩০০ শিশু শিক্ষার্থী পেল বার্ষিক উপহার
লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বান্দরবান জেলার লামা উপজেলার দুর্গম পাহাড়ি গজালিয়া ইউনিয়নে বেসরকারি সংস্থা আগাপে’র উদ্যোগে পিছিয়ে পড়া ৩০০ কোমলমতি শিশু শিক্ষার্থীর মধ্যে বার্ষিক উপহার প্রদান করা হয়েছে। পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প-আকিরাম পাড়া, বিডি ০৫২৩ আয়োজনে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। দেওয়া হয়- প্রতিজন শিশুকে ১টি করে চেয়ার, ১টি করে বালতি, ১টি করে তোয়ালে ও ১টি করে স্কুল ব্যাগ।


২১ ডিসেম্বর, শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত কুয়াশাচ্ছন্ন শীত উপেক্ষা করে কোমলমতি শিশু শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় মুখরিত হয়ে উঠে শিশু উন্নয়ন প্রকল্প-আকিরাম পাড়া।


কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র অর্থায়নে শনিবার দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সরকারি মাতামুহুরী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মোনায়েম। এতে সরকারি মাতামুহুরী কলেজ’র প্রভাষক অংথিং রাখাইন ও আইসিটি প্রভাষক ফরিদ উল আলম, আগাপে বোর্ডের নির্বাহী সদস্য বেবী মার্মা ও এডমিন অফিসার সুজনা ত্রিপুরা ও সেল্টার ম্যানেজার ইটেন ত্রিপুরা প্রমুখ অতিথি ছিলেন।


উপহার প্রদান শেষে সফলতার সাথে কম্পিউটার কোর্স সম্পন্ন ১০ জন শিক্ষার্থীকে সার্টিফিকেট বিতরণ সহ নৃত্য ও সংগীত পরিবেশ করেন প্রকল্পের শিশু শিল্পীরা।


এ বিষয়ে প্রকল্পের সেল্টার ম্যানেজার ইটেন বলেন, বি০৫২৩ সেন্টার টি বিগত ২০১৩ সাল থেকে এলাকায় পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে কাজ করে এসেছে। বর্তমানে ধর্ম-বর্ণ নির্বিশেষে ৩০০ জন উপকার ভোগী শিশু রয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে নিবন্ধিত প্রতিটি শিশুকে প্রতি মাসে হাইজিং, স্কুল এবং কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের স্টাইফেন প্রদান করা হচ্ছে। শিশুদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ধরনের সচেতনতা মূলক কর্মশালার আয়োজন করা হয়ে থাকে।


এই উদ্যোগ প্রকল্পের আওতাভুক্ত শিশু, যুব ও অভিভাবকদের জন্য এক গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা এবং তাদের জীবনমান উন্নয়নে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধান অতিথি সরকারি মাতামুহুরী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মোনায়েম।


সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্পের সমাজ কর্মী হেমন্ত ত্রিপুরা।


বিবার্তা/আরমান/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com