লামার সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ১৯:০৫
লামার সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
লামা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

উৎসবমুখর পরিবেশে বান্দরবান জেলার লামার সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এতে ১০ ভোট পেয়ে নুর মোহাম্মদ মিন্টু সভাপতি এবং ১১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবুল হাশেম। অপরদিকে ৯ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন মো. জাহিদ হাসান।


১৮ ডিসেম্বর, বুধবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত একটানা গোপন ব্যালটের মাধ্যমে ফোরাম কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।


মোট ১৬ ভোটারের মধ্যে ১৬ ভোটারই ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে মোহাম্মদ শাহ্নেওয়াজ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক, ফরিদুল আলম বাবলু ও বিপ্লব দাশ সদস্যের দায়িত্ব পালন করেন।


এসময় লামা প্রেসক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া, সহ-সভাপতি মো. তানফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ কামালুদ্দিন, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন ও সাংবাদিক মো. নুরুল করিম আরমান, খগেশ প্রতি চন্দ্র খোকন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. তৈয়ব আলী ও সাধারণ সম্পাদক বেলাল আহমদ প্রমুখ অতিথি ছিলেন।


ভোট গণনার পর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ শাহ্নেওয়াজ আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এ সময় প্রার্থী ও ভোটাররা উপস্থিত ছিলেন।


এ বিষয়ে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শাহ্নেওয়াজ বলেন, আগামী ১৪ দিনের মধ্যে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা পূর্ণাঙ্গ কমিটি গঠনের পাশাপাশি দুই বছর সংগঠনের দায়িত্ব পালন করবেন। এছাড়া নির্বাচনে সার্বিক সহযোগিতা করার জন্য ভোটার, প্রার্থী ও উপস্থিত অতিথিগণের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন আহ্বায়ক মোহাম্মদ শাহ নেওয়াজ।


উল্লেখ্য, কয়েকজন উদীয়মান সাংবাদিক ২০১৩ সালে লামা সাংবাদিক ফোরাম গঠন করেন।


বিবার্তা/আরমান/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com