
চট্টগ্রামের হালদা নদী থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) সকালে নদীর আজিমের ঘাট এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি এবং মৎস্য অধিদপ্তর যৌথভাবে এটি উদ্ধার করে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির কো-অর্ডিনেটর অধ্যাপক মনজুরুল কিবরিয়া বলেন, ডলফিনটি উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। এটির ওজন প্রায় ১৩ কেজি এবং দৈর্ঘ্য ৪৫ ইঞ্চি। এটি তরুণ বয়সের ডলফিন। এটি পচে যাওয়ায় মৃত্যুর কারণ উদঘাটন করা সম্ভব হয়নি। রাউজান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেনের উপস্থিতিতে ডলফিনটি মাটিচাপা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এ বছর মোট চারটি ডলফিন উদ্ধার করা হয়েছে। ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে আমরা ডলফিন নিয়ে কাজ শুরু করেছি। সে থেকে এ পর্যন্ত আমাদের হিসাবমতে মোট ৪৩টি ডলফিন হালদা নদী থেকে উদ্ধার করা হয়েছে।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]