ফেনীতে বায়ু বিদ্যুতের সরঞ্জামাদি লুটের দায়ে গ্রেফতার ৩
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ১৭:৪৪
ফেনীতে বায়ু বিদ্যুতের সরঞ্জামাদি লুটের দায়ে গ্রেফতার ৩
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফেনীর সোনাগাজী উপজেলাস্থ বায়ু বিদ্যুতের পাইলট প্রকল্পের যন্ত্রাংশ লুটের দায়ে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।


১৮ ডিসেম্বর, বুধবার ভোরে উপজেলার থাকখোয়াজের লামছি এলাকা তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন সোনাগাজী মডেল থানার ওসি।


জানাগেছে, উপজেলার মুহুরি প্রজেক্ট থাকখোয়াজের লামছি এলাকায় ২০০৪ সালে বায়ু বিদ্যুতের পাইলট প্রকল্প স্থাপন করেন তৎকালীন সরকার। ৯ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার ওই প্রকল্পে চারটি টাওয়ার রয়েছে। উৎপাদনের চেয়ে ব্যয় বেশি হওয়ায় দীর্ঘদিন প্রকল্পটি বন্ধ রয়েছে।


মঙ্গলবার মধ্যরাতে আন্তঃজেলা ডাকাতদলের একটি গ্রুপ তিন নম্বর টাওয়ারের ট্রান্সফারসহ কয়েকটি যন্ত্রাংশ লুট করে। এসময় বুধবার ভোরে স্থানীয়রা লুট হওয়া মালামালসহ তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। ধৃতরা হলেন, মোস্তফা আলীর ছেলে মো. আবদুল্যাহ (২১), আবদুল ফজলুর ছেলে মো. খলিল (৩০) ও মোহাম্মদ হোসেনের ছেলে মো. রফিক (৩৮)। তারা চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা।


সোনাগাজী মডেল থানার ওসি মো. বায়েজিদ আকন বলেন, ধৃতদের নিকট থেকে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও বৈদ্যুতিক সরঞ্জাম চুরির কাজে ব্যবহৃত একটি বড় পাইপ রেঞ্জ, একটি বড় সেলাই রেঞ্জ, এলএনকে ফুল সেট, একটি বড় কাটার, তিনটি ছোট বড় ঢালি ০এবং একটি বড় স্টার স্কু ড্রাইবার উদ্ধার করা হয়। যার বাজার মুল্য প্রায় ১০ লক্ষ টাকা।


বিবার্তা/মনির/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com