লামায় বিজয় দিবসে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩:৩৪
লামায় বিজয় দিবসে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন
লামা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বান্দরবান জেলার লামা উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত শহীদদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে।


১৬ ডিসেম্বর, সোমবার সকাল ৬টা ১মিনিটে মহান বিজয় দিবসের শুভ সূচনার পর উপজেলা পরিষদ, প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান-উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) লাবনী আক্তার তারানা।


এরপর বন বিভাগের পক্ষ থেকে বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, লামা সার্কেলের পক্ষ থেকে সহকারী পুলিশ সুপার মো. নুরুল আনোয়ার, থানা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অফিসার ইনচার্জ মো. শাহাদত হোসেন, স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে শ্রদ্ধা জানান ডা. এখিং।


এরপর শ্রদ্ধা নিবেদন করেন- উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, বেসরকারি সংস্থা গ্রাউস’র বানী প্রকল্প, ম্রো সোশ্যাল কাউন্সিল, উপজেলা ও পৌর বিএনপি, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, যুবদল ও ছাত্রলদল।


এছাড়া একে একে শ্রদ্ধা জানায় সরকারী বিভিন্ন কার্যালয় ও দফতরসহ বিভিন্ন সংগঠন সংগঠন সমূহ।


শেষে মহান বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে বিজয় মেলার আয়োজন করে উপজেলা প্রশাসন।


বিবার্তা/আরমান/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com