
কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদ্যাপিত হচ্ছে। দিবসটি উপলক্ষ্যে সোমবার (১৬ ডিসেম্বর) ভোর ৬টা ৪১মিনিটে সুর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়।
পরে কুষ্টিয়া কালেক্টর চত্তরের মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান কুষ্টিয়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান ও পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
এরপর জেলার মুক্তিযোদ্ধা, জেলা পরিষদ, জেলা সিভিল সার্জন অফিসসহ বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান, পেশাজীবী এবং সামাজিক সংগঠন স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।
এরপর ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে শহীদ সকল শহীদের আত্মার শান্তি কামনায় বিশে দোয়া অনুষ্ঠিত হয়।
বিবার্তা/শরীফুল/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]