
খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এড. আশুতোষ চাকমাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলার নিউজিল্যান্ড সড়কের নোয়াপাড়ার নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়েছে। আশুতোষ চাকমা খাগড়াছড়ি জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি।
খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আবদুল বাতেন মৃধা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে নিজ বাসভবন থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ১৫টির বেশি মামলা রয়েছে। একই সাথে খাগড়াছড়ি পৌর যুবলীগের কর্মী কাউসার নামের আরো এক জনকে গ্রেফতার করা হয়। তার বাড়ি খাগড়াছড়ির হাসপাতাল গেইট।
বিবার্তা/মামুন/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]