
সারা দেশের মতো বান্দরবান জেলার লামা উপজেলা প্রশাসনের উদ্যোগেও যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাৎ হোসেন, কৃষি অফিসার আশরাফুজ্জামান, মৎস্য কর্মকর্তা আব্দুল্লা-হিল-মারুফ, ডা. ফারুক হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বান্দরবান জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ ও প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া প্রমূখ অতিথি ছিলেন।
এতে আইসিটি অফিসার সুব্রত দাস স্বাগত বক্তব্য রাখেন। এর আগে উপজেলা পরিষদ চত্বরের স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবিদের শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন।
সভায় বক্তারা বলেন, যুগেযুগে বাঙালি জাতিকে স্বদেশি-বিদেশি নানা জাতি, গোষ্ঠী, সম্প্রদায়, নানা ভাষাভাষী ও পরিবার, সুবেদার, উমেদারগণ নানাভাবে শাসন শোষণ নির্যাতন নিপীড়ন করেছে। প্রতিবারই জাতির হার না মানা অকুতোভয় বীর বাঙালি তাদের বুকের তপ্ত তাজা রক্তের বিনিময়ে তাদের অস্তিত্ব রক্ষা করেছেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ক্রান্তিলগ্নে ১৪ ডিসেম্বর পাকিস্তানের নিশ্চিত পরাজয় দেখতে পেয়ে তাদের এদেশীয় দোসরদের সহায়তায় বাঙালিকে মেধাশুন্য করার হীন উদ্দেশ্যে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল।
বিবার্তা/আরমান/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]