
ব্রাহ্মণবাড়িয়ায় হোপ ফাউন্ডেশন ও ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী প্রসবজনিত ফিস্টুলা সার্জারি ক্যাম্প শুরু করেছে।
শনিবার (১৪ ডিসেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে শহীদ ডা. মিলন সভাকক্ষে প্রসবজনিত ফিস্টুলা নির্মূলের উপর একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। হোপ ফাউন্ডেশন এর ফিস্টুলা সার্জন ডা. নৃন্ময় বিশ্বাস প্রসব জনিত ফিস্টুলার উপর প্রসব জনিত ফিস্টুলার উপরে বিস্তারিত আলোচনা করেন।
এ কর্মশালায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো নোমান মিয়া, জেনারেল হাসপাতাল সহকারী পরিচালক ডা. মো. সাখাওয়াত হোসেন, সিনিয়র কনসালটেন্ট গাইনি ডা. জেসমিন কবীর সহ বিভিন্ন বিভাগের সিনিয়র কনসালটেন্ট, কনসালটেন্ট ও অন্যান্য ডাক্তারবৃন্দ।
ডা. নৃন্ময় বিশ্বাস বলেন, মেয়েদের অল্প বয়সে বিয়ে ও বাড়িতে ডেলিভারি করানোর কারণে ফিস্টুলার ঝুঁকি বেড়ে যায়। এ রোগ হলে মেয়েরা পরিবার ও সমাজ থেকে নানান ধরনের বঞ্চনার শিকার হয়। এ রোগে আক্রান্ত হলে মায়েদের সব সময় প্রসব অথবা পায়খানা নির্গত হয়। এ লক্ষণ কারো দেখা দিলে হোপ ফাউন্ডেশনের কর্মীদের সঙ্গে দ্রুত যোগাযোগ করুন। ফাউন্ডেশনের কর্মীরা রোগীর আনা-নেওয়া, খাওয়া দাওয়া ও চিকিৎসার যাবতীয় খরচ বহন করবে।
সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া ও সহকারী পরিচালক ডাক্তার সাখাওয়াত হোসেন হোপ ফাউন্ডেশনের কার্যক্রমের খুবই প্রশংসনীয় এবং এ ফাউন্ডেশন এর কার্যক্রম ব্রাহ্মণবাড়িয়াতে পরিচালনার জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
বিবার্তা/আকঞ্জি/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]