বিশ হাজার টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ২১:৩০
বিশ হাজার টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১
নীলফামারী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নিষিদ্ধ ২০ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ এন্তাজুল ইসলাম (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নীলফামারী জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানিক দল।


১০ ডিসেম্বর, মঙ্গলবার সকালে জেলার সৈয়দপুর উপজেলা শহরের শহীদ ডাক্তার জিকরুল হক সড়কস্থ এসএ পরিবহণের সামনে অভিযান চালিয়ে এই ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত ব্যক্তি সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের দলুয়া মুন্সিপাড়া এলাকার নুর ইসলামের ছেলে। উদ্ধার হওয়া ট্যাবলেটের মূল্য প্রায় ৬০ লাখ টাকা।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী কার্যালয়ের পরিদর্শক এনামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে এন্তাজুলের কাছে থাকা প্ল্যাস্টিকের বস্তা তল্লাশি করি আমরা। এ সময় বস্তা থেকে নিষিদ্ধ ২০ হাজার পিস টাপেন্টাডল পাওয়া যায়।


মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফ উদ্দিন জানান, উদ্ধার হওয়া ট্যাবলেটের মূল্য ৬০ লাখ টাকা। গ্রেফতারকৃত ব্যক্তি বিক্রির জন্য এসব ট্যাবলেট নিয়ে এসেছিলেন। তার বিরুদ্ধে মাদক আইনে সৈয়দপুর থানায় একটি মামলা করে তাকে সে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।


সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন বলেন, দুপুরে গ্রেফতারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।


বিবার্তা/সুজন/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com