
কুড়িগ্রামের চিলমারীতে রাতের আধারে নির্মাণাধীন একটি ব্রিজের সাইডের পাহারাদারের টিনশেড ঘরের সিদ কেটে চুরি ঘটনা ঘটেছে।
১০ ডিসেম্বর, মঙ্গলবার এ ঘটনার পর দুপুরের সাইডের ম্যানেজার আব্দুল মান্নান বাদী হয়ে চিলমারী মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।
ঘটনাটি ঘটেছে, গতরাতে (সোমবার) উপজেলার রমনা মডেল ইউনিয়নের পূর্ব চরপাত্রখাতা এলাকায়।
অভিযোগ সূত্রে জানা গেছে, পূর্ব চর পাত্রখাতা নতুন ব্রিজ সংলগ্ন ৬৮ মিটার নতুন ব্রিজের কাজ চলমান রয়েছে। ব্রিজের নির্মাণ কাজে ব্যবহৃত মালামাল গতরাতে সাইডের টিন সেড ঘরের পূর্ব পাশে কোনায় সিদ কেটে ঘরের ভিতরে থাকা একটি পানির সেচ কাজে ব্যবহৃত মটরসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুস সাকিব সজীব জানান, চুরির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিবার্তা/রাফি/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]