
কুড়িগ্রামের চিলমারীতে দিন দিন কমে যাচ্ছে তাপমাত্রা। এতে নিম্নআয়ের মানুষদের বেড়ে যাচ্ছে ভোগান্তি। কুয়াশা ঝড়ছে রাতভর, বেলা বাড়লেও দেখা নেই সূর্যের আলোর। কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়েছে জনপদ। আবহাওয়া অফিস বলছে, উত্তরের হিমেল হাওয়া ও আকাশ মেঘাচ্ছন্ন থাকায় ঠান্ডা বেশি অনুভব হচ্ছে।
তবে ইতোমধ্যে শীতবস্ত্র বরাদ্দ পাওয়ার কথা জানিয়েছেন উপজেলা প্রশাসন।
আবহাওয়া অফিস জানায়, মঙ্গলবার (১০ ডিসেম্বর) জেলায় সকাল ৯ টায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
গত কয়েকদিন হতে উপজেলায় শীতের দাপট বেড়েছে। দিনের বেলা তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকলেও রাতে বৃষ্টির মত করে কুয়াশা ঝড়ছে।
দেখা গেছে, সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকার শ্রমজীবী মানুষদের কুয়াশা উপেক্ষা করে কর্মক্ষেত্রে বের হতে দেখা গেছে। নিম্নআয়ের মানুষজন সাংসারিক স্বচ্ছলতা রাখতেই তীব্র শীত ও কুয়াশা উপেক্ষা করে ছুটছেন কাজে।
কুড়িগ্রাম আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, তাপমাত্রা মোটামুটি কমবে। আকাশে মেঘ থাকার কারণে ঠান্ডা অনুভব হচ্ছে বেশি। উত্তরের হিমেল হাওয়া ঠান্ডার প্রধান কারণ।
চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক জানান, ইতিমধ্যে শীতবস্ত্র বরাদ্দ পাওয়ার গেছে এবং আরও চাহিদা পাঠানো হয়েছে।
বিবার্তা/রাফি/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]