
দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলার আলিহাট ইউনিয়নের জাংগই হাট-বাজার সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে পল্লী চিকিৎসক দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক পদে হাফিজুল ইসলাম (দোদো) নির্বাচিত হয়েছেন।
সোমবার (৯ ডিসেম্বর) পূর্ব তফশিল অনুযায়ী উপজেলার জাংগই বাজারে মনোরম পরিবেশে গোপন ব্যালট পেপার এর মাধ্যমে বিরতিহীনভাবে সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
পরে জোহর-এর নামাজ শেষে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন সাবেক ইউপি সদস্য লোকমান আলী ও জাংগই হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক মোস্তফা হোসেন।
এতে সভাপতি পদে পল্লী চিকিৎসক মো. দেলোয়ার হোসেন (ছাতা) মার্কা প্রতীকে ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মাহবুবুর রহমান (টেলিফোন) প্রতীকে ৩৭ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে হাফিজুল ইসলাম (দোদো) মগ প্রতীকে ৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হারুন উর রশিদ (বালতি) প্রতীকে ২৮ ভোট পেয়েছেন।
এছাড়াও সহ-সভাপতি পদে মেজবাউ হক (চেয়ার) প্রতীকে ৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাকিল (জগ) প্রতীকে ৫৫ ভোট পেয়েছেন।
কোষাধ্যক্ষ পদে হাফিজুল ইসলাম (কলা) প্রতীকে ৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াতকলম প্রতীকে ৪৪ ভোট পেয়েছেন।
নবনির্বাচিত সভাপতি দেলোয়ার হোসেন বলেন, হাট-বাজার সমিতির উন্নয়নে সবার পরামর্শ ক্রমে সকল কাজ করা হবে।
সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম (দোদো) বলেন, আমি নির্বাচনের বাজার এর দোকানীদের প্রতিশ্রুতি দিয়েছিলাম সেটা পুরুন করবো এবং বাজার এলাকা সিসি ক্যামেরার আওতায় আনবো।
বিবার্তা/রব্বানী/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]