
'দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা' প্রতিপাদ্যে কুড়িগ্রামে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ ডিসেম্বর, সোমবার সকাল দশটায় এ উপলক্ষে একটি র্যালি জেলা প্রশাসনের অফিসের সামন থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন কুড়িগ্রাম জেলা কার্যালয়ের আয়োজনে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি দুপ্রক ও সচেতন নাগরিক কমিটি সনাকের সহযোগিতায় এ দিবসটি পালন করা হয়।অনুষ্ঠানে কুড়িগ্রাম কালেক্টরেট সম্মেলন কক্ষে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়ের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, সিভিল সার্জন ডা.মঞ্জুর ই মোর্শেদ, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.শহীদুল্লাহ লিংকন,রংপুর বিভাগীয় দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান ও বৈষ্যমবিরোধী আন্দোলনের ছাত্রনেতৃবৃন্দসহ প্রমুখ।
এতে বক্তারা দেশের বিভিন্ন সেক্টরে দীর্ঘ সময় ধরে থাকা দুর্নীতির বিরুদ্ধে তা প্রতিরোধে ঐক্যমত পোষণের ও তা নির্মূলে কাজ করার উদাত্ত আহবান জানানো হয়।
বিবার্তা/বিপ্লব/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]