
দিনাজপুরের হাকিমপুর ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন চেয়ারম্যান মো. আবু সুফিয়ানকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (৮ ডিসেম্বর) রাত এগারোটার দিকে তাকে আটক করে হাকিমপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত আবু সুফিয়ান হাকিমপুর হিলি উপজেলার আলিহাট ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামের রইচ উদ্দিনের ছেলে। আবু সুফিয়ান আলিহাট ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক ও অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলে জানান পুলিশ। গত ৫ আগস্টের পর থেকে আবু সুফিয়ান চেয়ারম্যান পলাতক ছিলেন এবং থানায় রুজুকৃত শিক্ষার্থী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বলে জানান পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সুজন মিঞা।
তিনি জানান,গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ও সহিংসতার ঘটনায় দুই জন শিক্ষার্থী হত্যা মামলার আসামীদের আটক অভিযান অব্যাহত রয়েছে। হাকিমপুর থানা মামলা ০৭।
গ্রেফতারকৃত আসামি শিক্ষার্থী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনা, ও (হাকিমপুর, ঘোড়াঘাট) থানার সার্কেল এএসপি মহোদয়ের পরামর্শে আমি ওসি মো. সুজন মিঞা এবং পুলিশ পরিদর্শক ওসি তদন্ত এস এম জাহাঙ্গীর আলম এর উপস্থিতিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান, এসআই হামিদুল, এসআই সুজা মিয়া ও সঙ্গীয় ফোর্স সহ পুলিশের একটি চৌকস দল রবিবার দিবাগত রাত এগারোটার দিকে আলিহাট ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে ধর্মীয় মাহফিলের পাশে পাকা রাস্তায় খোশগল্প করতে ছিলো এসময় ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ানকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
থানায় রুজুকৃত দুই জন শিক্ষার্থী হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি গ্রেফতার দেখিয়ে আজ দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে। দীর্ঘ দিন থেকে সে পলাতক ছিল বলে জানান ওসি সুজন মিঞা।
শিক্ষার্থী হত্যা মামলার অন্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, ৫ আগস্টের পরে থেকে নিয়মিত ভাবে ইউনিয়ন পরিষদে অনুপস্থিত থাকার কারণে চলতি বছরের গত ১৯ নভেম্বর লিখিত ভাবে প্যানল চেয়ারম্যানের দ্বায়িত্ব অত্র ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আল-ইমরান।
বিবার্তা/রব্বানী/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]