
"নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি" স্লোগানে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে দিনাজপুরের খানসামা উপজেলায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভায় বিভিন্ন ক্ষেত্রে সফল নারীদের জয়িতা সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়।
জয়িতা পুরস্কার প্রাপ্তরা হলেন, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী কাচিনীয়া গ্রামের রশিদা বেগম, শিক্ষা ও চাকুরিতে সাফল্য অর্জনকারী হাসিমপুর গ্রামের ছাবিয়া খাতুন, সফল জননী গোয়ালডিহি গ্রামের আকলিমা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা পাকেরহাট গ্রামের মোছা: রিনা ও সমাজ উন্নয়নে অবদান রাখা ছাতিয়ানগড় গ্রামের শ্রী মতি মুক্তি রাণী রায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: তাজ উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফসানা মোস্তারীর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থীবৃন্দ ও সুধীজন।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]