চট্টগ্রাম ইপিজেডে কার্টন ফ্যাক্টরির আগুন নিয়ন্ত্রণে
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪, ০০:২৬
চট্টগ্রাম ইপিজেডে কার্টন ফ্যাক্টরির আগুন নিয়ন্ত্রণে
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামের চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) একটি ছয়তলা ভবনের চারতলায় কার্টন ফ্যাক্টরিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় রাত ৮টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।


চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আবদুল মালেক এ তথ্য নিশ্চিত করেন।


তিনি বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আনার পর ডাম্পিংয়ের কাজ চলছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে পরে জানা যাবে।’


সন্ধ্যা সোয়া ৬টার দিকে ইপিজেডের বেপজা গেটের পাশে ইউনিটি অ্যাক্সেসরিজ নামে ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়।


চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা কফিল উদ্দিন বলেন, ‘ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। কর্ণফুলী ফায়ার সার্ভিসের ২টি, আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ২টি, বন্দর ফায়ার সার্ভিসের ২টি এবং ইপিজেড ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করেছে।


সিএমপির ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতারুজ্জামান বলেন, ‘ইপিজেডে একটি ভবনের কার্টন ফ্যাক্টরিতে আগুন লেগেছে। কারখানা খোলা ছিল। তবে আগুন লাগার পর কারখানার কর্মীরা সবাই নিরাপদে বের হয়ে যেতে পেরেছেন বলে আমরা জেনেছি।’


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com