ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা পুলিশ তিনশত ত্রিশ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে আটক করেছেন।
৫ ডিসেম্বর, বৃহস্পতিবার বিকেল ৩:২০ ঘটিকায় তাদেরকে আটক করা হয়েছে।
সরাইল থানায় কর্মরত এসআই মো. ফারুক হোসেন, এসআই মো. জয়নাল আবেদীন, এসআই মো. নুরুন নবী, এএসআই রুবেল আখন্দ সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করার সময় উপজেলার শাহবাজপুর ব্রিজের পূর্ব অংশে ঢাকা-সিলেট মহাসড়কের উপর সড়কের দক্ষিণ পার্শ্বে পাকা রাস্তার উপর থেকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয় ৩ জনকে।
আটককৃত আসামীরা হলেন, মো. আব্দুল্লাহ (২৯); মুন্সিহাটি শাহবাজপুর গ্রামের মৃত রহমত আলীর ছেলে, মো. আবুল কালাম (৪৭); আতকা বাজার মুড়াহাটি শাহবাজপুর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে, মো. শাহ আলম (৪২); কালা মিয়ার বাড়ি মুড়াহাটি শাহবাজপুর গ্রামের মৃত মুন্নু মিয়ার ছেলে।
উল্লিখিত বিষয়ে সরাইল থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।
বিবার্তা/আকঞ্জি/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]