
ফেনীর পরশুরাম উপজেলার বিলোনিয়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশকালে একজনকে আটক করা হয়েছে। তার নাম মুহাম্মদ ইয়াছিন (১৯)।
সে পরশুরামের বাউরপাথর গ্রামের মুহাম্মদ মিজানের ছেলে। ৪ ডিসেম্বর, বুধবার ভোরে তাকে আটক করে ত্রিপুরা রাজ্য পুলিশ।
জানা গেছে, বুধবার ভোরে পরশুরামের বিলোনিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করেন ইয়াছিন নামে এক যুবক। এসময় ওপারের স্থানীয় কয়েকজন নাগরিক তাকে ভারতীয় পুলিশের হাতে সোপর্দ করেন।
এ ব্যপারে ইয়াছিনের বাবা মিজান জানান, প্রতিদিনের মতোই কাঁটাতারের কাছাকাছি একটি জমিতে কাজ করতে যায় ইয়াছিন, সেখান থেকেই তাকে ওপারের লোকজন আটক করে পুলিশে দিয়েছে।
এ ঘটনার পর 'বাংলাদেশি নাগরিককে ভারতে তুলে নিয়ে নির্যাতন করা হচ্ছে' এমন একটি গুজবকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় ব্যপক উত্তেজনা দেখা দেয়।
সকাল ১১টার দিকে বৈষম্য বিরোধী ছাত্রদের একটি মিছিল বিলোনিয়া স্থলবন্দরে যায়। সেখানে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা করেন তারা।
দুপুরে তাকে আটকের বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানান, গুজবে কান দিবেন না। অবৈধভাবে অনুপ্রবেশকালে ইয়াছিনকে আটক করা হয়েছে। তিনি বর্তমানে ভারতের ত্রিপুরা রাজ্যের বিলোনিয়া থানা পুলিশ হেফাজতে আছেন।
বিবার্তা/মনির/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]