ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় জায়গা-সম্পতির লোভে বৃদ্ধা মা-বাবাকে মারধরের কারণে ছেলে ও নাতিকে আটক করেছে পুলিশ।
২ ডিসেম্বর, সোমবার দিবাগত রাতে উলচাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়া গ্রামের উত্তর পাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে আক্তার মিয়া (৪২) এবং তার ছেলে সাব্বির (২২)।
হাসপাতাল ও ঘটনাসূত্রে জানা যায়, গত ১২ বছর যাবত মকবুল হোসেন ও রোকেয়া বেগমকে জায়গা-সম্পত্তির জন্য প্রায়ই মারধর করতো এবং ছোটখাটো বিষয় নিয়ে মা-বাবার সাথে ঝগড়া করতো। গতকালকে একই কারণে আক্তার, তার স্ত্রী রাবিয়া ও ছেলে সব্বির মা-বাবাকে মারতে মারতে দুই হাত ভেঙে ফেলে এবং মাথা ফাটিয়ে ফেলে৷ তারা গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি হন৷
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত সোমবার সকালে মকবুল হোসেন ও রোকেয়া বেগমকে তার নিজ ছেলে আক্তার, নাতি সাব্বির ও পুত্রবধূ রাবিয়া বেগম বেধরক মারধর করে দুজনের হাত ভেঙ্গে ফেলে৷ পরে হাসপাতালে গিয়ে গুরুতর আহত অবস্থায় বৃদ্ধা মা-বাবাকে দেখে আসি৷ রাতেই সাঁড়াশি অভিযান চালিয়ে অভিযুক্ত পিতা-পুত্রকে আটক করি।
ওসি আরও জানান, তারা পিতা-পুত্র ও পুত্রের স্ত্রী দীর্ঘদিন যাবত মা-বাবাকে জায়গা-সম্পত্তি লিখে দিতে অন্যায়-অত্যাচার করতো। এই বিষয়টি দুঃখজনক ছিল। তাদের বিরুদ্ধে পিতামাতাকে মারধরের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিবার্তা/আকঞ্জি/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]