আগরতলায় দূতাবাসে হামলার প্রতিবাদে ফেনীতে মিছিল
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ১৮:৫২
আগরতলায় দূতাবাসে হামলার প্রতিবাদে ফেনীতে মিছিল
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ত্রিপুরায় বাংলাদেশের উপ-হাইকমিশনে উগ্রবাদীদের হামলার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি।


৩ ডিসেম্বর, মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিল করা হয়।


মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাংক রোডস্থ বড় মসজিদের সামনে পথসভায় মিলিত হয়।


পথসভায় জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল'র সঞ্চালনায় বক্তব্য দেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াকুব নবী, আনোয়ার হোসেন পাটোয়ারী, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, পৌর বিএনপি আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, জেলা যুবদল সভাপতি জাকির হোসেন জসিম, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি সাঈদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক কায়সার এলিন, জেলা ছাত্রদল সভাপতি সালাহ উদ্দিন মামুন প্রমুখ।


বক্তারা বলেন, ভারতের গণমাধ্যমে অপপ্রচার দেখে দেখে সেখানকার উগ্রপন্থি সংগঠনগুলো বাংলাদেশ হাইকমিশনে হামলা করেছে এবং লাল সবুজের পতাকার অবমাননা করেছে। তাদের এমন আচরণের তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানিয়েছেন বিএনপির নেতৃবৃন্দ।


বিবার্তা/মনির/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com