
'অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ' এই প্রতিপাদ্য নিয়ে ফেনীতে ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। এ দিবস উপলক্ষ্যে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সাদাছড়ি ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
৩ ডিসেম্বর, মঙ্গলবার এ চেয়ার ও শীতবস্ত্র বিতরণ করা হয়। এরপর ফেনী জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া এ মানুষগুলোকে দক্ষ করে গড়ে তুলতে হবে। সরকারের পাশাপাশি তাদের প্রতি সকলের বিশেষ দৃষ্টি থাকতে হবে।
সভায় জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আবুল হোসাইন মোহাম্মদ উল্যাহর সঞ্চালনায় দিবসটির মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা সমাজসেবা দপ্তরের সহকারী পরিচালক মো. শহীদ উল্যাহ।
সভায় বক্তব্য রাখেন, সিভিল সার্জনের প্রতিনিধি মেডিকেল সেন্টার ডা: শরীফুল ইসলাম, সুইড ফেনীর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সমীর কর, শহর সমাজ সেবা সমন্বয় পরিষদের সভাপতি সিরাজুল ইসলাম, ফেনী জেলার ছাত্র সমন্বয়ক ওমর ফারুক, দৃষ্টি প্রতিবন্ধী ক্ষুধা নিবারণ সংস্থা'র সভাপতি নাছির উদ্দিন ভূঁইয়া সবুজ, ফেনী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মহিউদ্দিন মহন, জাতীয় অন্ধ সংস্থা ফেনী শাখার সদস্য হাফেজ জাহেদুল ইসলাম প্রমুখ।
বিবার্তা/মনির/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]