
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়েছে বেসরকারি এনজিও সংস্থার একটি ট্রেনিং সেন্টারসহ সাতটি স্থাপনা।
১ ডিসেম্বর, রবিবার দুপুরে উখিয়া উপজেলার ৭ নম্বর নৌকার মাঠ রোহিঙ্গা ক্যাম্পের বি-৫ ব্লকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন।
ওসি আরিফ বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে উখিয়ার ৭ নম্বর নৌকার মাঠ রোহিঙ্গা ক্যাম্পের বি-৫ ব্লকের বেসরকারি সংস্থার পরিচালিত একটি ট্রেনিং সেন্টারে আকস্মিক আগুন লাগার ঘটনা ঘটে। এতে আগুন আশপাশের স্থাপনাগুলোতে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ঘটনাটি উখিয়া ফায়ার সার্ভিসে খবর দিলে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।
তিনি বলেন, স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীরা আধাঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে একটি ট্রেনিং সেন্টারসহ সাতটি স্থাপনা।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, প্রাথমিকভাবে ট্রেনিং সেন্টারটিতে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। তারপরও আগুনের সূত্রপাতের কারণ জানতে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ কাজ করছে।
ওসি আরিফ আরও বলেন, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে একটি ট্রেনিং সেন্টারসহ সাতটি স্থাপনা ভস্মীভূত হওয়ার তথ্য দিলেও আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণে ফায়ার সার্ভিসের সংশ্লিষ্ট কাজ করছেন বলে জানান তিনি।
বিবার্তা/ফরহাদ/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]