
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর মুকুন্দপুর বিওপির টহল দল ভারতীয় ইয়াবা ও গাঁজা আটক করেছে। এর মধ্যে ইয়াবা ৬,৬১৫ পিস এবং গাঁজা ৪ কেজি ছিল। আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ১৯,৯৮,৫০০ টাকা।
১ ডিসেম্বর, রবিবার আনুমানিক বিকেল ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চাঁনপুর এবং সেজামোড়া নামক এলাকায় বিশেষ অভিযানে এসব মাদকদ্রব্য আটক করা হয়।
আটককৃত মাদকদ্রব্যসমূহ ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসকে অবগত করে পরবর্তীতে ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে যাতে ভারত হতে যে কোন প্রকার মাদকদ্রব্য এবং চোরাচালানি মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।
বিবার্তা/আকঞ্জি/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]