কাতারে গণিত প্রতিযোগিতা : উছাইওয়াং-এর রৌপ্য অর্জন
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪, ১১:৫৮
কাতারে গণিত প্রতিযোগিতা : উছাইওয়াং-এর রৌপ্য অর্জন
ভোগান্তি-দুর্ভোগে অতিষ্ট জনগণ
লামা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আন্তর্জাতিক প্রতিযোগিতা ওয়ার্ল্ড ম্যাথমেটিকস টিম চ্যাম্পিয়নশিপ-এ রৌপ্য পদক অর্জন করেছে বান্দরবানের উছাইওয়াং মার্মা।


কাতারের রাজধানী দোহাতে অনুষ্ঠিত হয়েছে গণিতের আন্তর্জাতিক প্রতিযোগিতা ওয়ার্ল্ড ম্যাথমেটিকস টিম চ্যাম্পিয়নশিপ। এ আয়োজনের ১২তম আসরে অংশ নেন বাংলাদেশের একটি গণিত টিম। এ দলের একজন সদস্য বান্দরবানের কোয়ান্টাম কসমো স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী উছাইওয়াং মার্মা।


কোয়ান্টাম কসমো স্কুলের শিক্ষার্থীরা প্রথমবার ওয়ার্ল্ড ম্যাথমেটিকস টিম চ্যাম্পিয়নশিপ-এ অংশগ্রহণ করে। জাতীয় পর্বে বিজয়ী হয় এই স্কুলের চারজন ছাত্র। পরবর্তীতে আন্তর্জাতিক আসরের জন্যে চূড়ান্তভাবে নির্বাচিত হয় উছাইওয়াং মার্মা।


গত ১ ডিসেম্বর (রবিবার) অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় রৌপ্য পদক অর্জন করে উছাইওয়াং মার্মা।


তার এই সাফল্যে স্কুলের প্রধান শিক্ষক মো. নুর হোসেন বলেন, উছাইওয়াং ক্লাসের শেষে সুযোগ পেলেই গণিত প্র্যাকটিস করত। তার এ প্র্যাকটিস দেখে আমরা শিক্ষকরা তাকে সহযোগিতা করি। সে কোয়ান্টাম কসমো স্কুল তথা বাংলাদেশর এর সুনাম বয়ে এনেছে।


তিনি আরও বলেন, কোয়ান্টাম কসমো স্কুলে দেশের নানা প্রান্ত থেকে আসা অসহায় অথবা এতিম শিশুরা লেখাপড়া করে। এটি একটি আবাসিক স্কুল। ২০১৬ সালে উছাইওয়াং এই স্কুলে ভর্তি হয় শিশু শ্রেণিতে।


এদিকে বান্দরবান জেলার প্রত্যন্ত অঞ্চলের পিতৃহীন এই শিশুর অভিভাভক হলেন তার মা এবং নানি।


উছাইওয়াং-এর অর্জনের জন্যে স্কুলের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মা জানান, কোয়ান্টাম কসমো স্কুলে ভর্তি না হলে উছাইওয়াং এ পর্যন্ত আসতে পারত না।


বিবার্তা/আরমান/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com