
ফেনীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৩৭টি মেশিন জব্দ করেছে টাস্কফোর্স।
১ ডিসেম্বর, রবিবার দিনভর ফেনী নদীর ছাগলনাইয়া উপজেলার সোনাপুর নামক স্থানে এ অভিযান চালানো হয়।
জানা যায়, ফেনীস্থ ৪ বিজিবি’র অধীনস্থ অলিনগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২২০০/৩-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তর হতে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো একটি বালুখেকো চক্র।
দিনব্যাপী টাস্কফোর্সের অভিযানে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সুভল চাকমা, এসিল্যান্ড শিবুদাশ এ ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের ৩৭টি মেশিন এবং আনুষঙ্গিক সরঞ্জামাদি জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ২৯লক্ষ ৭০হাজার টাকা।
এসময় বিজিবির ২০ সদস্য ও ছাগলনাইয়া থানা পুলিশের একটি টহল দল অভিযানে অংশগ্রহণ করেন।
ফেনীস্থ-৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, উক্ত অভিযানে বাঁধা প্রদান করার অভিযোগে জোরারগঞ্জ এলাকার করের হাটের মো. ছুট্টু মিয়ার ছেলে মো. শাহাদাত হোসেন (৩৫) আটক করে ছাগলনাইয়া থানায় সোপর্দ করা হয়েছে।
বিবার্তা/মনির/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]