
ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬০ ব্যাটালিয়নের অভিযানে ৩ দিনে প্রায় এক কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। ২৮ নভেম্বর থেকে ৩০ নভেম্বর রাত নাগাদ ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
১ নভেম্বর, রবিবার বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার কর্নেল বাজার, কসবা উপজেলার মাদলা, মঈনপুর এবং কুমিল্লা জেলার বড়জলা, খাড়েরা, শংকুচাইল, শশীদল এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়।
উদ্ধার করা পণ্যের মধ্যে রয়েছে, চিনি ১৩ হাজার ৯৫ কেজি, মেহেদী ১৬৭০ পিস, অলিভ ওয়েল ১০৩৪ বোতল, পটকা এক লাখ ৩১ হাজার ৭২০ পিস, চাউল ১৩৫০ কেজি, রসুন ১২৫ কেজি, কফি ১২৮ কেজি, হুইস্কি ২৮ বোতল ও গাঁজা ১৮ কেজি। জব্দ করা এসব পণ্যের বাজার মূল্য ৯৯ লাখ ৫৩ হাজার ১৯০ টাকা।
তিনি আরো জানান, এসব পণ্যের বেশিরভাগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া অফিসে জমা দেওয়া হয়েছে। এছাড়া মাদকদ্রব্য ধ্বংস করার প্রক্রিয়া চলছে।
বিবার্তা/আকঞ্জি/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]