
ফেনীতে ভেজাল বিরোধী বিশেষ অভিযান চালিয়ে চার ব্যবসায়ীকে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১ ডিসেম্বর, রবিবার দুপুরে শহরের বড় বাজারে এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।
জানা গেছে, রবিবার (১ ডিসেম্বর) দুপুরে শহরের বড় বাজার, ইসলাপুর রোড ও তাকিয়া রোডে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।
এসময় মূল্য তালিকা না থাকায় গোপাল পট্টির অংকিতা স্টোরকে দুই হাজার টাকা, মরিচ পট্টি মেসার্স ভবরঞ্জন পালের এক হাজার টাকা, ইসলাপুর রোডের মেসার্স সাহাব উদ্দিনের তিন হাজার টাকা, অতিরিক্ত দামে আলু ও সবজি বিক্রি করায় ব্যবসায়ী ইলিয়াছকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক মো:কাউছার মিয়া জানান, অভিযানে মূল্য তালিকা হালনাগাদ রাখতে ব্যবসায়ীদের পরামর্শ দেয়া হয়। জনস্বার্থে ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এ অভিযানে টাস্কফোর্সের সদস্যবৃন্দ ও জেলা পুলিশের একটি টিম সহায়তা করে।
বিবার্তা/মনির/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]