
আমেরিকা বাংলাদেশ মানব হিতৈষী মহিলা সমিতি 'আভা'র উদ্যেগে দারিদ্রতা বিমোচনে ও দরিদ্র নারীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার শিমরাইলকান্দি বড়বাড়িতে অনুদানের টাকা বিতরণ করেন এই সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট বি মেহের চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়শনের সভাপতি আল আমীন শাহীন, কার্যকরী সদস্য আশেক মান্নান হিমেল, বীর মুক্তযোদ্ধা শাহ আলী শিকদার, আফসানা সুলতানা, ফাতেমা কবির, ডলি হাসান, নার্গিস আক্তার, দিতি আক্তার প্রমূখ।
আভার উদ্যেগে ২০১০ সাল থেকে আর্থিক অনুদান প্রদান কর্মসূচি অব্যাহত রয়েছে। অনুষ্ঠানে বি মেহের চৌধুরী বলেন, প্রবাসে থাকলেও দেশের মানুষের জন্য মন পড়ে থাকে। মাতৃভূমি এবং দেশের আপনজনের টানে ছুটে আসি। টা মনের একটা প্রশান্তি। যতদিন বেঁচে থাকবো এ সেবা কাজ চালিয়ে যাব।
বিবার্তা/আকঞ্জি/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]