ফেনীর সোনাগাজীতে এক ভূমি কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম বজলুর রহমান টিপু। সে বর্তমানে দাগনভুঞার পৌর ভূমি অফিসের সহকারী কর্মকর্তা।
২৯ নভেম্বর, শুক্রবার সকালে এক ব্যবসায়ীকে হত্যাচেষ্টার মামলায় তাকে দাগনভুঞা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন সোনাগাজী থানার ওসি।
জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে গত ১৫ আগস্ট রাতে উপজেলার বগাদানা ইউনিয়ন'র বাদুরিয়া গ্রামের পোল্ট্রি ব্যবসায়ী ওমর ফারুক কে কুপিয়ে হত্যার চেষ্টা করে টিপু ও তার কয়েকজন সহযোগী।
এ ঘটনায় পরদিন টিপুকে প্রধান আসামি করে থানায় মামলা করেন আহত ফারুক। বজলুর রহমান টিপু (৪৫) উপজেলার বাদুরিয়া গ্রামের বদিউর রহমানের ছেলে ও দাগনভুঞা ভুমি অফিসের সহকারি কর্মকর্তা।
সোনাগাজী থানার ওসি কামরুজ্জামান জানান, ঘটনার পর থেকে পলাতক ছিলেন টিপু। শুক্রবার সকালে দাগনভুঞার পৌর শহরের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বিবার্তা/মনির/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]