ঘোড়াঘাটে কাভার্ডভ্যান চাপায় ভ্যান চালকের মৃত্যু, আহত ২
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪, ১৮:১৪
ঘোড়াঘাটে কাভার্ডভ্যান চাপায় ভ্যান চালকের মৃত্যু, আহত ২
হিলি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় ভ্যান চালক ইউসুফ আলী (৪৫) নিহত হয়েছেন। এসময় ভ্যানে থাকা দুইজন যাত্রী আহত হন।


বুধবার (২০ নভেম্বর) বিকেলে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের হায়দার নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত ভ্যান চালক ইউসুফ আলী উপজেলার সিংড়া ইউনিয়নের কুচেরপাড়া গ্রামের নুর বক্তের ছেলে। আহত দুই যাত্রী কুচেরপাড়া গ্রামের মৃত কাজেম উদ্দিনের ছেলে সুরুজ্জামান (৭০) ও একই গ্রামের পাষাণ আলীর ছেলে মোহাম্মদ আলী (৩৫)।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২০ নভেম্বর) বিকেলে ভ্যান চালক ইউসুফ আলী রাণীগঞ্জ বাজার থেকে সিমেন্টের খুঁটিসহ ২ জন যাত্রী নিয়ে নিজ গ্রাম কুচের পাড়া যাচ্ছিলেন। দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের সিংড়া ইউনিয়নের হায়দারনগর এলাকায় পৌঁছালে বগুড়া থেকে আসা বিপরীতমুখী দুরন্ত লেখা একটি কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে ভ্যান চালক নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ভ্যান চালকের মরদেহ উদ্ধার করে এবং আহত দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে স্থানীয়রা।


এবিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছে। নিহত ব্যক্তির স্বজনদের সঙ্গে কথা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা হয়েছে বলে জানান তিনি।


বিবার্তা/রববানী/রোমেল/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com