
দিনাজপুরের হাকিমপুর এর বাংলাহিলি বাজারের পরিষ্কার পরিচ্ছন্নতা, নিত্য পণ্যের মান ও দাম নিয়ন্ত্রণ, এবং হিলি স্থলবন্দর এলাকায় চলাচলের জন যানজট নিরসনে বাজার ও বন্দর এলাকা মনিটরিং করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক অমিত রায়।
২০ নভেম্বর, বুধবার সকালে হাকিমপুর উপজেলার বাংলাহিলি খাস মহল হাট ও বন্দর এলাকা পরিদর্শন করেন এবং হিলি বাজারের ব্যবসায়ীদের খোঁজখবর নেন তিনি।
এসময় বাজারের বিভিন্ন স্থানে ময়লা আবর্জনা না ফেলা এবং খাস মহল হাট ও বাজার এলাকা পরিস্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেন। দোকানের ট্রেড লাইসেন্স দেখেন এবং দোকানে সাটানোর কথা বলেন। এসময় অনেক দোকানের পণ্য রাস্তা পর্যন্ত থাকায় সেই পণ্য গুলি দোকানের মধ্যে রাখতে নির্দেশ দিয়ে আগামী তে জরিমানা করা হবে বলে সতর্ক করেন।
এছাড়াও যারা নির্ধারিত স্থানে মুরগির দোকান না দিয়ে বিভিন্ন স্থানে মুরগির বিক্রি করছেন তাদেরকে ৭ দিনের মধ্যে নির্ধারিত স্থানে যেতে নির্দেশ দেন তিনি।
হাকিমপুর পৌরসভার সহকারী প্রকৌশলীকে বাজারের পশু জবাইয়ের স্থান সংস্কারের নির্দেশ দেন।
মনিটরিং এর সময় উপস্থিত ছিলেন, হিলি হাকিমপুর পৌরসভার সহকারি প্রকৌশলী মো. হাবিবুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক হিলি বাজারের বিভিন্ন দোকান ব্যাবসায়িসহ অন্যান্যরা।
বিবার্তা/রব্বানী/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]