তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪, ০১:৩৪
তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লালমনিরহাট জেলার নদী তীরবর্তী আশপাশের ফসলি জমি থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের ফলে জেলার কালীগঞ্জ উপজেলার ভোটমারি ইউনিয়নের নোহালি চর এলাকার হাজার হাজার একর ফসলি জমি ও গাছপালা নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এছাড়া হুমকির মুখে রয়েছে সরকারি আশ্রয়ন প্রকল্প। নদীগর্ভে বিলীন হওয়ার পথে নোহালী গ্রামের বাসিন্দাদের বসতবাড়ি সহ ভিটেমাটি।


সরেজমিনে গিয়ে জানা যায়, কিছুদিন ধরে তিস্তা নদীতে বালু মহাল হিসেবে ইজারা না দিয়েও তিস্তা নদীর তীরবর্তী ভোটমারি ইউনিয়নের নোহালী চর এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে ফসলি জমির বালি ও মাটি কেটে নিয়ে যাচ্ছে প্রভাবশালী মহল। এতে নদীতে বিলীন হচ্ছে ফসলি জমি ও বাড়ি-ঘরের ভিটেমাটি। নদী থেকে কয়েকশ গজ দুরে থাকা সরকারের আশ্রায়ন প্রকল্পসহ পুরো তিস্তা নদী তীরবর্তী নোহালি গ্রাম নদীতে বিলীন হওয়ার আতঙ্কে রয়েছেন আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী বাসিন্দা ও স্থানীয় লোকজন।


নোহালী চরের বাসিন্দা আমিনুল হক বলেন, তিস্তা নদীর ভাঙনের কারনে আমার তিনবার বাড়ি ঘর তিস্তার পেটে চলে যায়। এবার আমি সরকারি আশ্রায়ন প্রকল্পে একটি ঘর পেয়েছি। কিন্তু নদী থেকে যেভাবে বালু উত্তোলন হচ্ছে এতে আশ্রয়ন প্রকল্পের ঘর ভেঙ্গে পড়ার সম্ভাবনা রয়েছে। স্থানীয় সিরাজুল হক নামে এক আওয়ামী লীগের নেতার চক্র অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে আশ্রায়ন প্রকল্প এলাকার বালি ও মাটি কেটে নিয়ে যাচ্ছে।


রহিম উদ্দিন বলেন, একটি প্রভাবশালী মহল যেভাবে অবৈধভাবে বালু উত্তোলন করছে এতে আমরা চরম বিপদে রয়েছি। দ্রুত বালু উত্তোলন বন্ধ করা না গেলে বাড়ি ঘর সহ ফসলি জমি রক্ষা করা সম্ভব হবে না।


অবৈধ বালু উত্তোলন প্রসঙ্গে জানতে চাইলে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা জানায়, তিনি ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সাথে কথা বলবেন। কালীগঞ্জ উপজেলার কোন লোকজন এই অবৈধ বালু উত্তোলনের ঘটনার সঙ্গে জড়িত থাকলে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।


বিবার্তা/হাসানুজ্জামান/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com