
চুয়াডাঙ্গার শীর্ষ সন্ত্রাসী জয়নাল আবেদীন নফর'কে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এ সময় তার কাছ থেকে বিভিন্ন ধরণের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
১৮ নভেম্বর, সোমবার চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলা সদরের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।
পরবর্তীতে তার বাড়িতে তল্লাশি অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। সেসময় চাইনিজ কুড়াল, রামদা, চাপাতিসহ বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তার নফরকে জিজ্ঞাসাবাদ ও আইনী কার্যক্রম সম্পন্নের জন্য দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, নফরের বিরুদ্ধে স্বর্ণ/মাদক চোরাচালান, অবৈধ অস্ত্র, হত্যা, অগ্নি সংযোগসহ থানায় সর্বমোট ৯টি মামলা রয়েছে।
বিবার্তা/আসিম/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]