
ফেনীর পরশুরামে পূর্ব বিরোধের জেরে আবদুর রহিম (১৭) নামে এক কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকালে উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নে দক্ষিণ কেতরাঙ্গা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।
রহিম উপজেলা দক্ষিণ কেতরাঙ্গা গ্রামের মো. ইসমাইলের ছেলে ও পরশুরাম সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
জানাগেছে, উপজেলার কেতরাঙ্গা গ্রামের রফিকুল ইসলাম রনির সাথে আবদুর রহিমের পূর্ব বিরোধ ছিল। বিরোধের জেরে গত ৫ আগস্ট আবদুর রহিমকে মারধর করে রনি ও তার সহযোগীরা। বৃহস্পতিবার দুপুরে রনির নেতৃত্বে কয়েকজন আবদুর রহিমের ওপর ফের হামলা করে। এক পর্যায়ে আবদুর রহিমকে ছুরিকাঘাত করেন রনি। সে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় রাতে (১৪ নভেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরশুরাম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল হাকিম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জিজ্ঞাসাবাদের জন্য মোহাম্মদ স্বপন ও আবুল কাসেম নামের দুজনকে আটক করা হয়েছে। ঘটনার পর থেকে রনি পলাতক রয়েছে।
বিবার্তা/মনির/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]