
দিনাজপুরের ঘোড়াঘাটে সার ও কীটনাশকের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ৩ ব্যবসায়ীর কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা ও সার পাচারের দায়ে এক কৃষকে ৩ হাজার টাকা জরিমানাসহ ২৬ বস্তা সার জব্দ করা হয়। জব্দকৃত সার উপজেলার ডুগডুগিহাট বাজারের সার ডিলার শফিকের মাধ্যমে কৃষকদের মাঝে বিক্রয় করার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার রাণীগঞ্জ বাজার ও ডুগডুগি হাটে ভ্রাম্যমাণ আদালতের মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওসার।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বরাদ্দকৃত ডিএপি, টিএসপি ও এমওপিসহ মোট ২৬ বস্তা সার পার্শ্ববর্তী জয়পুরহাটের কালাই উপজেলায় পাচারকালে এক কৃষকে আটক করে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। আটক কৃষক জয়পুরহাট জেলার বাসিন্দা।
একই দিন উপজেলার রানীগঞ্জ বাজারের সার ডিলার বজলুর রশিদ বাবুকে ২০ হাজার, ডুগডুগিহাট বাজারের কীটনাশক ব্যবসায়ী আমিনুর রহমান বোরহান ও সুজনকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওসার জানান, বিভিন্ন অনিয়ম পাওয়ায় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় তাদের জরিমানা করা হয়।
তিনি আরও জানান, এ উপজেলার জন্য বরাদ্দকৃত সার অন্য জেলা বা উপজেলায় বিক্রয় না করতে, সারের মূল্য তালিকা টানাতে, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে সার, বীজ বা কীটনাশক বিক্রয় না করতে, মেয়াদোত্তীর্ণ সার বা কীটনাশক বিক্রয় না করতে এবং সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য নিয়ম নীতি অনুসরণ করতে কঠোরভাবে সতর্ক করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. রফিকুজ্জামান ও থানার এসআই কাজল রায়ের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল।
বিবার্তা/রববানী/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]