
চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের মাধাইপুর টু আড্ডা রাস্তার পাশে জনবসতিপূর্ণ এলাকার রাস্তায় রেখেই চলছে অবৈধভাবে ইট-বালুর ব্যবসা। রাস্তায় স্তূপ করে রাখা ইট-বালু। ফলে ভোগান্তি পোহাচ্ছে পথচারী ও স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে দেখা যায়, গদি বসিয়ে চলছে ব্যবসা। জনবসতি ও মূল সড়কের পাশে অনেক জায়গা নিয়ে করা হয়েছে বালুর উঁচু স্তূপ। এই স্তূপ থেকে বালু বাতাসে উড়ে রাস্তায় এসে পড়ছে। স্তূপ থেকে ঢাকনাবিহীন ডাম্পট্রাক, মাহিন্দ্রার ট্রাক্টর ও ট্রলি বোঝাই করে উপজেলার বিভিন্ন স্থানে বালু নেওয়া হচ্ছে। এতে বিটুমিনের রাস্তা বালুময় হয়ে উঠেছে। এ ছাড়া বালু উড়ে আশপাশের এলাকায় গিয়ে পড়ছে। ধুলাবালুর কারণে স্থানীয় বাসিন্দা, পথচারী ও পরিবহনর চালকরাও পড়েছেন বিপাকে।
পথচারী সুমন চৌধুরী বলেন, ‘দীর্ঘদিন ধরে রাস্তার পাশে বালুর ব্যবসা চালিয়ে যাচ্ছে মনিরুল ইসলাম। এতে মানুষ, পরিবেশ ও রাস্তাঘাট নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ নিয়ে প্রশাসন কোনো ব্যবস্থা নেয় না।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, ‘শিক্ষার্থী, পথচারী, নারী ও শিশুরা বালুর কারণে নানা অসুখে ভুগছেন। বিশেষ করে সর্দি ও শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
এ বিষয়ে মনিরুল ইসলামের কাছে গণমাধ্যম কর্মীরা জানতে চাইলে তিনি বলেন, কিছু ইট-বালু রাস্তার উপর আমার আছে- বাকিগুলো আমার না। রহনপুর এবং চাঁপাইনবাবগঞ্জের ঠিকাদারের। ওই ঠিকাদারদের নাম জানতে চাইলে তিনি নাম জানি না বলে ফোন কেটে দেন।
এই বিষয়ে পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন গণমাধ্যমকে বলেন, আমাদের কাছে সে দুইদিন সময় চেয়েছে, এর ভিতর এইগুলো অপসারণ না করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।
উপজেলা নির্বাহী অফিসার নিশাত আঞ্জুম অনন্যা বলেন, মৌখিক অভিযোগ পেয়েছি। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং থানার অফিসার ইনচার্জকে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাসার বলেন, আমি নতুন এসেছি। তাই এ বিষয়ে আমি অবগত না। তবে আমার পক্ষ থেকে এই অবৈধ কার্যক্রম উচ্ছেদ অভিযান পরিচালনা করার জন্য ম্যাজিস্ট্রেটকে সাহায্য করব।
বিবার্তা/লিটন/রোমেল/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]