বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ১৬:২৬
বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফরিদপুরের বোয়ালমারীতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে উপজেলা ও পৌর বিএনপি।


বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে এ উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বোয়ালমারী উপজেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার রফিকুল ইসলাম কামালের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু’র সঞ্চালনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর -১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনু।


আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুস ছবুর, বিএনপি নেতা মফিজুল কাদের খান মিল্টন, উপজেলা যুবদলের আহবায়ক মিনাজুর রহমান লিপন, সাবেক কাউন্সিলর শেখ আতিকুল আলী, সাবেক কাউন্সিলর শেখ আজিজুল হক, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক নিজামুদ্দিন মিয়া মিলু, শেখর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রইসুল ইসলাম পলাশ, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, উপজেলা জাসাস সভাপতি মো. শাহিন আনোয়ার, উপজেলা জাসাসের সাবেক সাধারণ সম্পাদক মিয়া আহমেদ সোহেল, চতুল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. একলিম শরীফ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাহাবুব হাসান সজিব, দুখু, ছাত্রদল নেতা জুয়েল প্রমুখ।


এ সময় বক্তারা বলেন, আজকের এই দিনে আওয়ামী লীগের সমর্থক কতিপয় বিভ্রান্ত সৈনিকের জিম্মিদশা থেকে জিয়াউর রহমানকে মুক্ত করে দেশপ্রেমী সিপাহী জনতা। পাল্টে যায় দেশের পটভূমি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা পায়। বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনে জিয়াউর রহমান বাংলাদেশকে শক্তিশালী জাতিসত্তা ও স্বনির্ভর দেশে রূপান্তরিত করেছিলেন।


বিবার্তা/মিলু/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com