সিংড়ায় চেকপোস্ট বসিয়ে যৌথবাহিনীর তল্লাশি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ১৬:০৮
সিংড়ায় চেকপোস্ট বসিয়ে যৌথবাহিনীর তল্লাশি
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছে যৌথবাহিনী। এসময় তাদের মোটরসাইকেল, প্রাইভেটকার, কাভার্ড ভ্যান, বাসসহ বিভিন্ন ধরনের যানবাহন থামিয়ে কাগজপত্র যাচাই-বাছাই করতে দেখা গেছে। এছাড়াও গাড়ির ভেতর অবৈধ কোনও কিছু আছে কিনা সেটাও তল্লাশি করতে দেখা যায় যৌথবাহিনীকে।


মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় পৌর শহরের বাসস্ট্যান্ড থেকে অভিযান শুরু হয়। যৌথঅভিযানে সেনাবাহিনীর সঙ্গে থানা পুলিশ ও ট্রাফিক সার্জেন্ট ছিল। নেতৃত্ব দেন সেনাবাহিনীর সিংড়া অস্থায়ী ক্যাম্প কমান্ডার আহমেদ সাফওয়ান জাসির।


অভিযানে সিংড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে সড়ক আইনে লাইসেন্সবিহীনসহ বিভিন্ন আইনে ৮টি মোটরসাইকেলের বিরুদ্ধে নিয়মিত মামলা ও ৬হাজার টাকা জরিমানা করা হয়।


এ বিষয়ে সিংড়ায় দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট রতন আহমেদ বলেন, অপরাধ নিয়ন্ত্রণ ও জনশৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যদের নিয়ে আমরা চেকপোস্টে যৌথ অভিযান পরিচালনা করেছি, সড়ক আইন ২০১৮ এর ধারায় ৬০হাজার টাকা জরিমানা ও ৮টি মোটরসাইকের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে পাশাপাশি জনসাধারণকে ফুট ওভারব্রিজ ব্যবহার করতে অনুরোধ করেন আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।


বিবার্তা/রাজু/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com