
বাংলাদেশে প্রেমের টানে বিদেশী তরুণীদের আগমনের ঘটনা অনেকবারই ঘটেছে। তবে এবার প্রেমের টানে সিরাজগঞ্জের শাহজাদপুরে এসেছেন ইউরোপের দেশ তুরস্কের যুবক মুস্তফা ফাইক। উপজেলার পোতাজিয়া ইউনিয়নের কাকিলামারি গ্রামের দলিল লেখক কামরুজ্জামান মানিকের কলেজ পড়ুয়া মেয়ে মল্লিকার প্রেমে মজে বাংলাদেশে এসেছেন তিনি।
জানা যায়, তিন বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্ট্রাগ্রাম আইডিতে নিজের ছবি পোস্ট করেন মল্লিকা।
সেই ছবি দেখে তাকে পছন্দ করেন তুরস্কের যুবক মুস্তফা ফাইক। এরপর থেকে শুরু হয় মন-দেওয়া নেওয়া। দীর্ঘ দিনের প্রেমের পরিণতি ঘটাতে তাই সাড়ে চার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাংলাদেশে আসেন মুস্তফা ফাইক। গত রবিবার (৩ নভেম্বর) বাংলাদেশে এসে শাহজাদপুরে প্রেমিকা মল্লিকার বাড়িতে উঠেন তিনি।
গত সোমবার (৪ নভেম্বর) রাতে দুই পরিবারের সম্মতিতে মুস্তফা এবং মল্লিকা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এখনো শ্বশুর বাড়িতেই রয়েছেন মুস্তফা।
এ প্রসঙ্গে মুস্তফা ফাইক বলেন, প্রেমের টানেই বাংলাদেশে এসেছেন তিনি এবং পরিবারের সম্মতিতেই বিয়ে করেছেন মল্লিকাকে। প্রেমিকাকে বিয়ে করতে পেরে তিনি আনন্দিত ও উৎফুল্ল। পাশাপাশি বাংলাদেশের মানুষ ও প্রকৃতিও তাকে আকৃষ্ট করেছে বলে জানান এই যুবক।
প্রেমিকা মল্লিকা বলেন, তিন বছরের সম্পর্ক বিয়েতে পরিণতি পাওয়ায় আমি খুবই খুশি। ভিসা প্রসেসিং শেষ হলে উভয়েই পাড়ি জমাব তুরস্কে। নতুন জীবনের সফলতায় সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]